হাওজা নিউজ এজেন্সি: তিনি বলেন, “সুদানের বর্তমান পরিস্থিতি শুধু দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যই নয়, গোটা অঞ্চলের জন্যও হুমকিস্বরূপ। বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”
বাকায়ি কানি জোর দিয়ে বলেন, সুদানের সংকটের একমাত্র সমাধান হলো অবিলম্বে সংঘাত বন্ধ করা এবং দেশটির সব পক্ষের অংশগ্রহণে একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃসুদানি সংলাপের সূচনা, যা হবে সম্পূর্ণভাবে বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্ত।
তিনি আরও বলেন, “ইরান সবসময় আফ্রিকার দেশগুলোর জাতীয় অখণ্ডতা, সংহতি ও অভ্যন্তরীণ সমাধানকেন্দ্রিক উদ্যোগের পক্ষে। আমরা আশা করি সুদানের জনগণ শান্তিপূর্ণভাবে সংকটের অবসান ঘটাতে পারবে।”
আপনার কমেন্ট